বাগমারায় বিএনপির হ’রতাল বিরোধী বি’ক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই)দুপুর বারো’টায় বাগমারা উপজেলা বিএনপি এবং ভবানীগঞ্জ পৌর বিএনপি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের আয়োজন করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া এবং ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতারুজ্জামান বল্টু, সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দীন শাহ, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম আলী, তাঁতিদল উপজেলা শাথার আহবায়ক মামুনুর রশীদ. সদস্য সচিব জাকিরুল রশীদ, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম, জিকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান রতন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ মামুন মহুরি, তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন সনি, রাজশাহী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সাজু, বিএনপি নেতা মাসুদ রানা, উপজেলা জিয়া সাইবার ফোর্স সভাপতি রাকিবুর রহমান, সহ আরও অনেকে।
উল্লেখ্য দেশব্যাপী পতিত আওয়ামীলীগ ও নিসিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকে হরতালের পক্ষে রাজশাহীর বাগমারায় কাউকে মিছিল, মিটিং এবং পিকেটিং করতে দেখা যায়নি। জীবন যাত্রা ছিল স্বাভাবিক। ফ্যাসিস্ট আওয়ামীলীগের আকষ্মিক এই হরতাল জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও হাস্যরসের সৃস্টি করেছে।