ময়মনসিংহে জেলা উন্নয়ন সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ থে‌কে মকবুল হোসেন: ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রবিবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মফিদুল আলম।

সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা পর্যায়ে জনগণকে ডেঙ্গু বিষয়ে সচেতন করতে বিশেষ বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে এবং সকল স্বাস্থ্য অফিস প্রাঙ্গণ পরিষ্কার রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, শহরের যানজট নিরসনে সড়ক মেরামত কাজ চলছে এবং অটোরিকশা-সিএনজি রোড প্ল্যান বাস্তবায়নে বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। শহরের মেছোয়া বাজার এলাকায় ফুটপাতে যেন অবৈধ দোকান না বসে, সে বিষয়ে বাজার কমিটিকে আনসার নিয়োগের চিঠি দেওয়া হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে রোড ডিভাইডার, স্পিড ব্রেকার রংকরণ এবং জেব্রা ক্রসিং নির্মাণের কাজ চলমান রয়েছে।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ২০২৫-২৬ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রোপা আমন, নারিকেল, লেবু, মরিচ, তালসহ বিভিন্ন ফসলের চারা ও বীজ প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিতরণ করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিটি দপ্তরের কাজ সঠিক সময়ে সমাপ্ত করতে হবে। দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে যেন কোনো কাজ ব্যাহত না হয়, সেদিকে নজর দিতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, সিভিল সার্জন মো. ছাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।