নৌকার সালাহ উদ্দিনের প্রার্থিতা ফিরে পাওয়া হয়নি

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন না সালাহ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঋণখেলাপির অভিযোগ:
টুইট ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্র ‘ঋণখেলাপির’ অভিযোগে ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ‘কক্সবাজার-১’ (চকরিয়া-পেকুয়া) আসনের নৌকা প্রার্থী সালাহ উদ্দিন আহমদের প্রার্থিতা বাতিল করেছিলেন।

‘ফিরে পেতে ইসিতে আপিল আবেদন করেছিলেন কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ। কিন্তু চূড়ান্ত শুনানিতে সালাহউদ্দিনের বাতিল হওয়া প্রার্থিতা ফিরিয়ে দেয়নি ইসি’।

‘শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে পঞ্চম দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে সালাহ উদ্দিনের বিষয়ে এই রায় দেওয়া হয়’।