কক্সবাজারে গডফাদার বিতর্কে রাজনৈতিক অস্থিরতা, সেনা-পুলিশ মোতায়েন

সালাহউদ্দিনকে নিয়ে কটুক্তি, চকরিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে উত্তাল বিক্ষোভ

সিদ্দিকুর রহমান, কক্সবাজার থে‌কে: কক্সবাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে বিষোদগারমূলক বক্তব্য রাখার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চকরিয়া উপজেলা সদর।

শনিবার (১৯ জুল‌াই) বিকেলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন, ফলে পৌর শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষয়টির সূত্রপাত হয় দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি চত্বরে এক জনসভায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে।

সেখানে তিনি বলেন—“প্রিয় কক্সবাজারবাসী, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন কক্সবাজারে এক নব্য গডফাদার শিলং থেকে এসে ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে।”

এই বক্তব্যে সরাসরি সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক এলাকা চিরিঙ্গা সোসাইটিতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। উত্তেজিত মিছিলকারীরা চকরিয়া জনতা শপিং সেন্টারের সামনে খোলা ট্রাকে এনসিপির সভার জন্য নির্মিত মঞ্চ ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সন্ধ্যার পরও শহরের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের খণ্ড খণ্ড বিক্ষোভ চলতে দেখা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পরপরই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে বিএনপির স্থানীয় নেতারা জানান, “সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এনসিপি নেতাকে দ্রুত নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।”

এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।