মঞ্চে বক্তব্যকালে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমীর
জামায়াতের আমীর মঞ্চে দুইবার পড়ে যান
টুইট ডেস্ক: আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে দলের আমীর ডা. শফিকুর রহমান দুইবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান।
ঘটনাটি বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটলে তাৎক্ষণিকভাবে মঞ্চে থাকা চিকিৎসক ও দলীয় নেতারা তাঁকে সেবা দেন।
প্রথমে তিনি সমাবেশে সভাপতির বক্তব্য দিতে উঠে কিছুক্ষণ বলার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তখন উপস্থিতরা তাঁকে ধরে বসিয়ে দেন এবং পানি পান করান। কিছুটা বিশ্রাম নেয়ার পর তিনি আবার বক্তব্য শুরু করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুনরায় অজ্ঞান হয়ে মঞ্চেই পড়ে যান।
দ্বিতীয়বার পড়ার পর তাঁর শারীরিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। পরে তিনি মঞ্চে বসে বক্তব্য দেন।
চিকিৎসকরা জানান, প্রচণ্ড গরম, অতিরিক্ত চাপ ও উচ্চ রক্তচাপের কারণে তাঁর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁকে কথা না বলে বিশ্রাম নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর তাঁকে মঞ্চের পেছনে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং সেখানেই কিছুক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়।
সমাবেশে উপস্থিত লাখো জনতার মধ্যে এই ঘটনাটি উদ্বেগের সৃষ্টি করলেও পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। উপস্থিত নেতারা জানান, আমীর সাহেবের বর্তমান অবস্থা স্থিতিশীল এবং তিনি শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে খুলনা থেকে সমাবেশে অংশ নিতে আসার পথে দাকোপ উপজেলার জামায়াত আমীর মো. আবু সাঈদ (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হন। সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও একজন কর্মী মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন।
সমাবেশে দেশজুড়ে থেকে আসা লাখো নেতাকর্মী সকাল থেকেই সমাবেশস্থলে জমায়েত হন। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাজুড়ে জনসমুদ্র পরিণত হয়।
জামায়াতের পক্ষ থেকে নেতাকর্মীদের উদ্দেশে আমীরের জন্য দোয়া চাওয়া হয়েছে। তাঁর সুস্থতা কামনায় সমাবেশস্থলেই মোনাজাত করা হয়।