স্পেসএক্স: স্টারলিংকে বাংলাদেশ অনন্য উদাহরণ
- স্পেসএক্সের প্রশংসা: স্টারলিংক চালুতে বাংলাদেশের দক্ষতা অনন্য।
- স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি।
টুইট ডেস্ক: বাংলাদেশের সঙ্গে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর প্রক্রিয়ায় সরকারের দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন।
লরেন ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টির বেশি দেশ ও অঞ্চলে কাজ করি, কিন্তু বাংলাদেশের মতো এমন দক্ষতা ও সমন্বয় কোথাও দেখিনি। স্পেসএক্স পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে আছি।”
প্রধান উপদেষ্টার বক্তব্য
অধ্যাপক ইউনূস অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, “এখন বর্ষাকাল। সবুজে ভরপুর প্রকৃতি, কিন্তু সেই সাথে বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও আছে। এসব সমস্যা মোকাবেলায় নির্ভরযোগ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।”
তিনি বলেন, বাংলাদেশের পার্বত্য ও দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ এখনও দুর্বল। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও চিকিৎসকের অভাব প্রকট। সরকারের লক্ষ্য হলো—সেসব এলাকায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করা।
স্বাস্থ্যসেবার প্রসঙ্গে ইউনূস বলেন, “আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিচ্ছি। যাতে দুর্গম এলাকার মানুষ ঘরে বসেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারে। প্রেগনেন্সির সময় অনেক নারী বাইরে যেতে পারেন না; ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বাসায় বসেই সেবা নিতে পারবেন।”
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরাও এই ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবহার করতে পারবেন। বিদেশে ভাষাগত বাধার কারণে অনেকেই চিকিৎসকের সঙ্গে দেখা করতে সংকোচ বোধ করেন। এখন তারা দেশে থাকা ডাক্তারদের সঙ্গে সরাসরি পরামর্শ করতে পারবেন।
লরেন ড্রেয়ারের প্রতিক্রিয়া
প্রধান উপদেষ্টার প্রজ্ঞা ও কার্যক্রমে মুগ্ধতা প্রকাশ করে লরেন ড্রেয়ার বলেন,
“আপনার যে দৃষ্টান্ত, তা অন্য দেশগুলোর জন্যও অনুকরণীয়। আপনি যদি বাংলাদেশে এসব বাস্তবায়ন করতে পারেন, তাহলে অন্যরাও তা পারবে।”
তিনি বলেন, অধ্যাপক ইউনূস দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছেন, তা প্রশংসনীয়।
“বিশ্বজুড়ে আমার অনেক ভ্রমণ হয়েছে, দুর্নীতির ভয়াবহতা আমি জানি। আপনি প্রযুক্তি ব্যবহার করে জনগণের কাছে সেবা পৌঁছে দিচ্ছেন—এটা বাস্তব পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তাইয়েব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।