প্রতীকী ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে এই বিশেষ কর্মসূচিতে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সকাল ৭টায় তিনি এই ম্যারাথনের উদ্বোধন করেন। উপদেষ্টা বলেন, যাদের আত্মত্যাগে আজ আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে এই ম্যারাথন আয়োজন করা হয়েছে। জুলাই যোদ্ধাদের অবদান মনে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। ৫ কিলোমিটার এই প্রতীকী ম্যারাথনে অংশ নেয় জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে নিহতদের স্মরণ করতেই মূলত দেশব্যাপী বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।