জুলাই শহিদ দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি: জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
আলোচনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক ও মো. আবু তালেব, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, “জুলাই শহিদ দিবস বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এই দিনে দেশের ছাত্রসমাজ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গ করে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে।” তারা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানটি শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের অবদানের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গুরুত্ববাহী ভূমিকা রাখে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।