রাজধানীর মোহাম্মদপুরে ১ ঘণ্টায় ২ খুন
মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই খুন: কিশোর গ্যাং ও গুলি বর্ষণে প্রাণ গেল দুইজনের
টুইট ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে রাজধানী। গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার পরপরই আরেক যুবককে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দুই ঘটনার পর পুরো মোহাম্মদপুর-আদাবরজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ।
নবোদয় হাউজিংয়ে গুলি করে চালক হত্যা
বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের ১০ নম্বর রোডে বায়তুল মামুর জামে মসজিদের সামনে চলছিল একটি সালিশ বৈঠক। হঠাৎ মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি এসে উপস্থিত হন এবং ইব্রাহিম (৩২) নামের একজন প্রাইভেট কার চালকের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিতে ইব্রাহিম ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধাওয়া করে দুই হামলাকারী—রুবেল (৩৫) ও সজীব (৩০)—কে আটক করে এবং একটি পিস্তল ও মোটরসাইকেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
চাঁদ উদ্যানে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত আল আমিন
মাত্র এক ঘণ্টা পর, রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ঘটে আরেকটি নৃশংস হত্যাকাণ্ড। সেখানে আল আমিন (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করে একদল কিশোর গ্যাং সদস্য।
স্থানীয় সূত্র জানায়, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। সম্প্রতি কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এর জের ধরেই মোশারফ, গিট্টু ও আরও কয়েকজন কিশোর গ্যাং সদস্য আল আমিনের উপর হামলা চালায়।
চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডের মাথায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। তবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
পুলিশের বক্তব্য
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, “আমরা দুটি ঘটনাস্থলেই আছি। দুই হত্যাকাণ্ডকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
এলাকায় আতঙ্ক
এক ঘণ্টায় দুটি হত্যা, তাও ভিন্ন কৌশলে—একটি গুলি চালিয়ে, অন্যটি কুপিয়ে—এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়েছে। বিশেষ করে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সহিংসতায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।