জামায়াতের ১৭ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

গোপালগঞ্জে এনসিপির উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জামায়াতের ১৭ জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

টুইট ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে আগামীকাল বৃহস্প‌তিবার (১৭ জুলাই) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ ১৬ জুলাই এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা চরম নৃশংসতা চালিয়েছে। তারা এনসিপির নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালায়, তাদের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং এমনকি এসপি কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, “এটি একটি বর্বরোচিত ঘটনা, যা গণতন্ত্র ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। দেশের জনগণ আর এভাবে মুখ বুজে সহ্য করবে না। আমরা এই দমন-পীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলব।”

এই ঘটনার প্রতিবাদে ১৭ জুলাই (বৃহস্পতিবার) দেশের সকল জেলা ও মহানগরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি জেনারেল। তিনি দেশের সকল স্তরের জনশক্তি ও জনগণকে কর্মসূচি সফল করার জন্য একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জামায়াতের এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

সূত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় দপ্তর |