এবার ফারুক চৌধুরীর সঙ্গে মাঠ কাঁপাবেন চিত্রনায়িকা মাহি

নিজস্ব প্রতিবেদক : আপিলেও মনোনয়নপত্র বাতিল হয়েছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী আয়েশা আখতার জাহান ডালিয়ার। তিনি আওয়ামী লীগের শিল্প ও বাণির্জ বিষয়ক উপ-কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মীনি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে আয়েশা আখতার জাহান ডালিয়ার প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখা হয়। এর আগে গত ৩ ডিসেম্বর যাচাই বাছাই শেষে ভোটারদের নমুনা স্বাক্ষর ও তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা।

রাজশাহী-১ আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। তার সঙ্গে ভোটে লড়তে চারজন আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে তিনজনের বাদ পড়েছেন। টিকে রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ফলে এবার হেভিওয়েট প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ভোটের মাঠে লড়বেন তিনি।

গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চিত্রনায়িকা মাহিয়া মহিরও প্রার্থীতা বাতিল করে রাজশাহী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ। পরে নির্বাচন কমিশনে আপিল আবেদন করলে গত ১১ ডিসেম্বর শুনানি শেষে মাহির প্রার্থীতা বৈধ ঘোষাণা করা হয়। আর পর থেকে ভোটের মাঠে নেমে পড়েন ঢাকাই সিনেমার এই নায়িকা।

এর আগে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত দুই নেতা আখতারুজ্জামান আখতার ও গোলাম রাব্বানী স্বতন্ত্রী প্রার্থী হয়ে নির্বাচন কমিশনে মনোনয় জমা দিলে গত ৩ ডিসেম্বর জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীতা বাতিল করে। পরে ইসিতে আপিল আবেদন করলে গত ১৩ ডিসেম্বর শুনানিতে তাদের দুজনেরেই প্রার্থীতা বাতিল করে দেন। এই দুই স্বতন্ত্র প্রার্থী হাইকের্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থীতা ফিরে পাবার পর নির্বাচনী এলাকা গোদাগাড়ী-তানোর উপজেলার বিভিন্ন প্রার্থী দিন রাত সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে কুশল বিনিময় ও দোয়া চাইছেন। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর মাহি গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নে তিনি ভোটারদের সঙ্গে সাক্ষাত করে কুশল বিনিয়ম করেন।

ওমর ফারুক চৌধুরী ও মাহিমা মাহি ছাড়াও এ আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বীতা করবেন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী শামসুদ্দীন মন্ডল, এনপিপির নুরুন্নেসা, বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবু, তৃণমূল বিএনপির মনোনিত প্রার্থী জামাল খান দুদু, বিএনএফের আল-সাআদ ও মুক্তিজোটের বশির আহমেদ।