জুলাই শহিদ দিবসে আরএমপি কমিশনারের সতর্ক বার্তা: অপরাধীদের প্রশ্রয় নয়

জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভায় আরএমপি কমিশনার: “অপরাধীদের প্রশ্রয় নয়”

রাজশাহী থে‌কে মুরাদুল ইসলাম: “জুলাই শহিদ দিবস-২০২৫” উপলক্ষে আজ সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী স্মরণসভা ও দোয়া মাহফিল।

এই আয়োজনে ১৯ জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, বৈষম্যের বিপরীতে এক সাহসী অবস্থান নিয়েছে।”

তিনি আরও জানান, “জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে রুজু হওয়া মামলাগুলোর তদন্ত সুষ্ঠুভাবে অগ্রসর হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও মতবিনিময়ের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। রাজশাহীর মানুষ যাতে অপরাধীদের প্রশ্রয় না দেন, সেই অনুরোধও করছি।”

পুলিশ কমিশনার অবৈধ প্রভাব বিস্তারকারী, চাঁদাবাজ ও সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।