বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ছাতা বিতরণ

বান্দরবান থেকে অসীম রায়: পৌরসভার শিক্ষা সহায়তা উদ্যোগের অংশ হিসেবে বান্দরবানে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ছাতা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ও বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব এস. এম. মনজুরুল হক।

এই বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হয় পৌরসভা গ্রামীণ অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্প এর আওতায়। পৌর এলাকার মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ছাতা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সমাজসেবক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

এই সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য— বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয় যাতায়াত নির্বিঘ্ন করা ও পড়াশোনায় উৎসাহ দেওয়া।