বিশ্বব্যাংকের প্রশংসা পেল অস্থায়ী সরকার
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ: অস্থায়ী সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা
টুইট ডেস্ক: বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট অস্থায়ী সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রশংসা করেছেন এবং অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে জুট বলেন, “আপনি এবং আপনার দল একটি দুর্দান্ত কাজ করছেন।” ২০১৩-২০১৫ সালে বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তার অভিজ্ঞতার স্মৃতিচারণাও করেন তিনি।
তিনি বলেন, “আমরা প্রস্তুত আছি বাংলাদেশের সঙ্গে এই অগ্রযাত্রা চালিয়ে যাওয়ার জন্য।”
গত বছরের জুলাই গণজাগরণে নিহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এটি ছিল অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত।”
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “আমরা যখন দায়িত্ব নিই, তখন পরিস্থিতি ছিল ভূমিকম্প-পরবর্তী ধ্বংসস্তূপের মতো। কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু উন্নয়ন সহযোগীদের সহায়তা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।”
তিনি বলেন, “যুবকরাই আমাদের ভবিষ্যৎ। গত জুলাইয়ে তরুণরা বিশেষ করে মেয়েরা অসাধারণ ভূমিকা রেখেছে। আজ আমরা জুলাই নারী দিবস পালন করছি।”
অধ্যাপক ইউনূস আরও বলেন, “বাংলাদেশ কেবল একটি ভৌগোলিক সীমা নয়—এর অর্থনীতি অনেক বিস্তৃত। আমাদের সমুদ্র রয়েছে, যা বাণিজ্য ও প্রবৃদ্ধির বড় সুযোগ। দক্ষিণ এশিয়া একসাথে এগোলে সবাই উপকৃত হবে।”
তিনি বিশ্বের কারখানাগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানিয়ে বলেন, “আমরা শিল্প-প্রস্তুত পরিকাঠামো দিতে প্রস্তুত।”
বিশ্বব্যাংক প্রতিনিধি দল বাংলাদেশের নারী শিক্ষা ও ক্ষমতায়ন কর্মসূচি, বিশেষ করে মেয়েদের উপবৃত্তি প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিশ্বব্যাংকের সহায়তায় গত অর্থবছরে বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন হয়েছে এবং আগামী তিন বছরে এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান জোহানেস জুট।
এসময় আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (NCT)-এ পরিচালন ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “শুধু পণ্য হ্যান্ডলিংই বাড়েনি, এ বছর জানুয়ারি-মার্চ প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) এর পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”