বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহানগর যুবদল ও রাজপাড়া থানা যুবদল।
রোববার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে নগরীর গুরুত্বপূর্ণ লক্ষীপুর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদল ও রাজপাড়া থানা যুবদলের কয়েকশত নেতা-কর্মী অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।”
সভা শুরুর আগে নেতাকর্মীরা লক্ষীপুর মোড়ে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি লক্ষীপুর মোড় থেকে শুরু হয়ে সিএমবি মোড় ঘুরে আবার লক্ষীপুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় নেতারা বক্তব্য দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন ফিরোজ, রাজশাহী মহানগর যুবদলের সদস্য রবিন হোসেনসহ মহানগর ও থানা যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী।
সভায় বক্তারা আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ককটেল হামলা ও কুরুচিকর কর্মকাণ্ড চালানো হচ্ছে। বক্তারা এ ধরনের সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।