ড্রাই ডকের দায়িত্বগ্রহণে বন্দরে কার্যক্রমের সাফল্য

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে, দায়িত্ব নেওয়ার পর ড্রাই ডক লিমিটেডের সফলতা

টুইট ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) নেওয়ার পর প্রথম সাত দিনেই কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।

২০২৫ সালের ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সিডিডিএল-এর পরিচালনায় প্রতিদিন গড়ে ৩,১৮১ টি টিইইউ (২০ ফুট দীর্ঘ কন্টেইনার একক) হ্যান্ডল করা হয়েছে। আগের সাত দিনে, অর্থাৎ সাইফ পাওয়ারটেক লিমিটেড-এর দায়িত্বে থাকা অবস্থায় গড়ে হ্যান্ডলিং হয়েছিল ২,৯৫৬ টি টিইইউ, যা থেকে দেখা যায় প্রতিদিন গড়ে ২২৫ টিইইউ বেশি হ্যান্ডল করা হয়েছে। এ প্রবণতা দক্ষতা ও কর্মক্ষমতার ইতিবাচক উন্নয়ন নির্দেশ করে।

উল্লেখ্য, এনসিটি টার্মিনাল দীর্ঘদিন ধরে সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছিল। তাদের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয় ৬ জুলাই ২০২৫। এরপরই নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনে ৭ জুলাই থেকে চিটাগাং ড্রাই ডক লিমিটেড নতুন দায়িত্ব গ্রহণ করে।

দায়িত্ব হস্তান্তরের পর থেকে টার্মিনালের সমন্বয় এবং অপারেশনাল শৃঙ্খলায় উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। এই সাত দিনের মধ্যে মোট ১০টি জাহাজে কন্টেইনার লোড-আনলোড কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এনসিটির ৪টি বার্থে একসঙ্গে ৪টি জাহাজ পরিচালিত হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের উন্নততর ও গতিশীল ব্যবস্থাপনার দৃষ্টান্ত হিসেবেই এই সাফল্যকে দেখছেন সংশ্লিষ্টরা।