সুনামগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা

প্রবাসীর বাড়িতে হামলা-লুট: সুনামগঞ্জে ২০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামে সৌদি প্রবাসী নুরুল আমীনের বাড়িতে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে সংঘটিত হামলায় নগদ ১৯ লাখ ৭৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র লুটপাট ও ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী ও তার পরিবার জানান, স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় এই হামলা হয়।

বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এএসআই কাউসার আহমদ জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিপক্ষ রজব মাষ্ঠার হামলার অভিযোগ অস্বীকার করেছেন।