গাজায় প্রাণ গেলো আরও ৮২ ফিলিস্তিনির

টুইট ডেস্ক: যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় তাণ্ডবের মাত্রা কমায়নি ইসরায়েল। ২৪ ঘণ্টায় টার্গেট করা হয়েছে উপত্যকার শতাধিক স্থান। প্রাণ গেছে আরও ৮২ ফিলিস্তিনির।

বৃহস্পতিবার (১০ জুলাই) এই প্রতিবেদনে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় মোট ৮২ জনের মৃত্যুর খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদের মধ্যে দেইর আল বালায় শিশুখাদ্য ও চিকিৎসা নিতে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় মৃত্যু হয় ১০ শিশু ও চার নারীসহ ১৬ জনের।

দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হতাহত হন বেশ কয়েকজন।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে চুক্তির আরও কাছাকাছি পৌঁছেছে হামাস-ইসরায়েল দুপক্ষই, জানা গেছে। দীর্ঘ ২১ মাসের আগ্রাসনে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি।