খাগড়াছড়ির ইউপিডিএফ সংগঠনের তিন নেতা নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার

ছবি : সংগৃহীত

টুইট ডেস্ক : ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের অপহৃত ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিনজন নেতাকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে পানছড়ির ৪ নম্বর লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইউপিডিএফ নেতাদের পরিচয় ‘ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা ও হরিকমল ত্রিপুরা এবং সদস্য প্রকাশ ত্রিপুরা’। তাদের সবাইকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, তারা এখন শারীরিকভাবে সুস্থ আছেন।

‘গত ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে জেলার পানছড়ি উপজেলার অনিলপাড়া গ্রামের একটি বাড়ি ঢুকে পড়ে দুর্বৃত্তরা। তারপর সেখানে অবস্থান করা ইউপিডিএফ প্রসীত গ্রুপের মূল ও অঙ্গ সংগঠনের সাতজনের ওপর ব্রাশফায়ার করা হয়। এ সময় চারজনকে হত্যার পর সন্ত্রাসীরা সেখান থেকে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা ও হরিকমল ত্রিপুরা এবং সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়’।