রাজশাহী হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা

নিজস্ব প্রতিবদেক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সহযোগিতায় বৃহস্পতিবার আরইউজে এ উদ্যোগ নেয়। এ দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রায় অর্ধশত সাংবাদিক বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও শারীরীক চেকআপের পর চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রইস উদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোল্লা মো. ইফতেখার হোসেন ও ডা. আবু সায়েম।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পক্ষ থেকে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিনামূল্যেই পান সাংবাদিকরা। সাংবাদিকদের এ সুযোগ দেওয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর প্রতি আরইউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।






