রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা যুবদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা যুবদল।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এক বর্ণাঢ্য প্রচার মিছিল শেষে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির আয়োজন করেন মহানগর যুবদলের সদস্য রবিন হোসেন।

প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা রিফুজ্জামান সোহেল, মোমিন মৃধা মমিন, মোহন আলী, যুবদল নেতা আঁকলেসুর রহমান সাজিম ও মজিবুল হক মিলন।

কর্মসূচিতে আরও অংশ নেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা আশরাফুল, মুরাদ, রাজিব, রিদয়, তামিমসহ শতাধিক নেতাকর্মী।

নেতারা এসময় বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তারা অবিলম্বে ৩১ দফা বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।