কর্পোরেট মিডিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে বিস্ফোরক বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: কর্পোরেট মিডিয়া ও সুবিধাভোগী রাজনীতির বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়ে ফেসবুকে এক দীর্ঘ ও বিস্ফোরক বার্তা দিয়েছেন উদীয়মান রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, “আমরা কোনো কর্পোরেট মিডিয়ার আশীর্বাদ নিয়ে রাজনীতি করি না। রাজনৈতিক দল ও মিডিয়ার সম্পর্ক হওয়া উচিত স্বচ্ছ, পেশাদার ও নীতিভিত্তিক।”
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল মিডিয়ার সঙ্গে সুবিধাভোগী সম্পর্ক গড়ে তুলেছে এবং ব্যাকডোর আলোচনার মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা কোনও মিডিয়ার সঙ্গে আড়ালের সমঝোতায় যাব না, যাইনি কখনও।”
হাসনাত আবদুল্লাহর দাবি, সম্প্রতি কিছু সংগঠন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অপারেশনের পক্ষে বিবৃতি দিয়েছে, যারা অতীতে ফ্যাসিবাদী শাসনের সময় হত্যাকাণ্ড, গুম, খুন, ব্যাংক লুটসহ নানা অপরাধে নীরব থেকেছে বা সক্রিয়ভাবে সেই অপরাধের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি সতর্ক করে বলেন, “তারা আবার তেমন ব্যবস্থা কায়েম করতে চায়। আমরা সেটা হতে দেবো না। কোনোভাবেই আমাদের চুপ করানো যাবে না।”
পোস্টে তিনি বলেন, “মিডিয়া জনগণের হয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মিডিয়া হাউজ আজ এমন ওলিগার্কদের হয়ে কাজ করছে যাদের বিরুদ্ধে অপরাধ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা মিডিয়াকে অপরাধের শিল্ড হিসেবে ব্যবহার করছে, আর পেছন থেকে নির্ধারণ করছে কে ক্ষমতায় থাকবে।”
হাসনাত অভিযোগ করেন, “সিনিয়র সাংবাদিকদের একাংশ আজ সত্য প্রকাশের পরিবর্তে মিথ্যার আঁধারে পরিণত হয়েছে। তারা পা চেটে চেটে সাংবাদিকতা ভুলে গেছে।”
তবে তিনি গণমাধ্যমের স্বাধীনতায় পূর্ণ আস্থা রাখার কথা জানান, এবং বলেন, “আমরা চাই না মিডিয়া কোনো দলের অনুগত হোক। আমরা চাই ন্যায়ভিত্তিক, তথ্যনিষ্ঠ, দায়িত্বশীল সাংবাদিকতা, যা জনগণ ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ায়।”
তিনি সতর্ক করে বলেন, “অপেশাদার ও পক্ষপাতদুষ্ট গণমাধ্যমকে বলবো—আমরা কোনো ফেভার চাই না, শুধু ইনসাফ চাই।”
সাংবাদিকদের প্রতি বার্তা:
তিনি দেশের তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আজ দুর্নীতিবাজ অলিগার্করা অনেক তরুণ সাংবাদিককে দাসে পরিণত করেছে। আমরা চাই আপনারা সেই শৃঙ্খল ভেঙে দিন, আগুন জ্বালান স্বাধীন সাংবাদিকতার মশালে।”
সবশেষে তিনি বলেন:
“Hasina must be regretting for messing with this wrong generation. Let this be a warning: never mess with a generation that knows its power.”
এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখলেও, অনেকেই এটিকে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষের স্পষ্ট আওয়াজ বলে মনে করছেন।
সূত্র: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, ৮ জুলাই ২০২৫।