সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সচিবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার মান্যবর সেক্রেটারি প্রফেসর হালুক গোরগুন আজ (০৮ জুলাই) মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে ঢাকা সেনানিবাসে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। মান্যবর সেক্রেটারি বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশেই আধুনিক যুদ্ধসরঞ্জাম উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও প্রফেসর গোরগুন ঢাকা সফরে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে তুর্কি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও প্রশিক্ষণ সহযোগিতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান Roketsan, MKE ও ড্রোন নির্মাতা Baykar বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করেছে। আলোচনায় বাংলাদেশে সম্ভাব্য ডিফেন্স ইন্ডাস্ট্রি জোন স্থাপন, Bayraktar TB2 ড্রোন, স্মার্ট মিসাইল সিস্টেম এবং সাঁজোয়া যান তৈরি সংক্রান্ত প্রস্তাব উঠে আসে।

সফর শেষে দুই দেশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে আরও আত্মনির্ভর ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করবে।