‘বাংলা ব্লকেড’ বর্ষপূর্তি: স্মরণে সেই স্থবির রাজধানী
টুইট ডেস্ক: গত বছরের ৭ জুলাই রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে গিয়েছিল একটি ছাত্র আন্দোলনের ডাকে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আয়োজিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি তোলে সরকারি চাকরিতে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের।
প্রথম দিনেই আটটি গুরুত্বপূর্ণ মোড়ে সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় কর্মসূচি ছিল শাহবাগে, সেখান থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কারওয়ান বাজার হয়ে ফার্মগেট পর্যন্ত।
আন্দোলনের নেতৃত্বে ছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্রধর্মঘট ও সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন। দাবি ছিল—সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সর্বনিম্ন হারে কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে।
এই আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রী উমামা ফাতেমা বলেন, “৭ জুলাই রাতে আমরা হলেই ব্যানার, প্ল্যাকার্ড তৈরি করেছি। সকালে মিছিল নিয়ে শাহবাগ যাই। তখন আমাদের মধ্যে একটা সিস্টারহুড কাজ করছিল—একজন ব্যানার আনত, আরেকজন মাইক সামলাত। এখন সেই সংহতি আর দেখা যায় না।”
‘বাংলা ব্লকেড’ আন্দোলনের এই বর্ষপূর্তিতে স্মরণ করা হচ্ছে সেই ঐক্য, প্রতিবাদ আর বন্ধনকে—যা ঢাকাকে একদিন থমকে দিয়েছিল ছাত্রসমাজের ন্যায্য দাবির মুখে।
#বাংলা_ব্লকেড #ছাত্রআন্দোলন #কোটা_বাতিল #ঢাকা #Shahbagh #TweetNews24