জুলাই হামলার বিচার দাবিতে রাজশাহী কলেজে ছাত্রদলের স্মারকলিপি
রাজশাহী কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী একসঙ্গে সোচ্চার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কলেজ ক্যাম্পাসে গত বছরের ১৬ জুলাই ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো বর্বরোচিত হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী কলেজ শাখা আজ কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে ছাত্রদল উল্লেখ করে, গত ৯ জুলাই ২০২৪ তারিখে রাজশাহী কলেজ থেকেই কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয়, যা ছিল শান্তিপূর্ণ এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। কিন্তু মাত্র এক সপ্তাহ পর, ১৬ জুলাই তারিখে ছাত্রলীগের একদল সন্ত্রাসী ক্যাম্পাসে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলার ভিডিও ফুটেজ প্রকাশিত হলেও কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।
ছাত্রদলের অভিযোগ, ঘটনার পর এক বছর অতিক্রম হলেও হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। স্মারকলিপিতে তারা এ বিষয়ে পূর্বে মৌখিকভাবে অবহিত করাসহ একাধিকবার স্মারকলিপি প্রদান করলেও প্রশাসন নীরব থেকেছে।
স্মারকলিপিতে ছাত্রদলের ৩ দফা দাবি
১. হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কলেজ প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করতে হবে।
২. অভিযুক্ত ছাত্রলীগ সদস্যদের কলেজের শিক্ষার্থী তালিকা থেকে বহিষ্কারের পদক্ষেপ নিতে হবে।
৩. নির্যাতিত শিক্ষার্থীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত এবং ক্যাম্পাসে শিক্ষা ও নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করতে হবে।
স্মারকলিপিতে অধ্যক্ষ বরাবর সরাসরি বলা হয়—”আপনার নিকট আমাদের অনুরোধ, আপনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেন। অন্যথায় রাজশাহী কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দায়িত্বহীনতা ও ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
স্মারকলিপির সঙ্গে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের তালিকাও সংযুক্ত করা হয়েছে।
রাজশাহী কলেজ প্রশাসন এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দাবি সম্পর্কে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ খালিস দিন ওয়ালিদ (আবির) বলেন, তারা প্রশাসনের সাড়া না পেলে শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
টুইটনিউজ২৪ | সত্য প্রকাশে আপসহীন