ইয়েমেনে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, ‘ব্ল্যাক ফ্ল্যাগ’ অভিযানে ৫৩টি এয়ারস্ট্রাইক

ইয়েমেনে ইসরায়েলের ‘ব্ল্যাক ফ্ল্যাগ’ বিমান অভিযান

টুইট ডেস্ক: ইয়েমেন থেকে ইসরায়েলি শহরগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইসরায়েল আজ “ব্ল্যাক ফ্ল্যাগ” নামে একটি পূর্ণাঙ্গ বিমান অভিযান চালিয়েছে।

এই অভিযানে অন্তত ৫৩টি ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা এলাকায়। এসব হামলায় লক্ষ্যবস্তু ছিল হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা ও ঘাঁটি।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাগুলো “নির্ভুলভাবে হুথিদের হামলার অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে।”

এই মুহূর্তে বিমান হামলা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এখনও হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, বিস্ফোরণের শব্দ বহু মাইল দূরেও শোনা গেছে।

এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।