চীনের উদ্বেগ: রাশিয়া ইউক্রেনে হারলে আমেরিকার লক্ষ্য হব আমরা

চীনের স্পষ্ট বার্তা: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হার চায় না বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকের সঙ্গে এক বৈঠকে স্পষ্ট ভাষায় জানান, বেইজিং চায় না রাশিয়া ইউক্রেন যুদ্ধে হেরে যাক। চীনের আশঙ্কা—যদি রাশিয়া পরাজিত হয়, তাহলে যুক্তরাষ্ট্র তার সামরিক ও অর্থনৈতিক মনোযোগ পুরোপুরি চীনের দিকে ঘুরিয়ে দেবে।

ওয়াং ই বলেন,

“আমরা চাই না রাশিয়া হেরে যাক, কারণ সেটা হলে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে মনোযোগ সরিয়ে চীনের দিকে পুরোপুরি ঝুঁকবে। আমরা সেটা হতে দিতে পারি না।”

বিশ্লেষকদের মতে, এই বক্তব্যে চীনের কৌশলগত অবস্থান অনেকটাই পরিষ্কার। চীন মনে করে ইউক্রেন যুদ্ধ শুধু ইউরোপের ইস্যু নয়, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

চীনের মতে, আমেরিকার দীর্ঘমেয়াদি লক্ষ্য হল এশিয়ায় প্রাধান্য বিস্তার করা, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে ঘিরে। তাই ইউক্রেনে রাশিয়ার পরাজয় হলে যুক্তরাষ্ট্র তার পূর্ণ মনোযোগ চীনের দিকে কেন্দ্রীভূত করবে—এমনটাই চীনের আশঙ্কা।

এদিকে ওয়াশিংটনভিত্তিক কূটনৈতিক সূত্রও নিশ্চিত করেছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইউরোপে মোতায়েনকৃত সেনা সংখ্যা হ্রাস করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভূরাজনৈতিক উত্তেজনা আগামী কয়েক বছরে আরও জটিল রূপ নিতে পারে।

চীনের এই বার্তা রাশিয়ার প্রতি কৌশলগত সমর্থনের ইঙ্গিত দিলেও, এটিকে সরাসরি সামরিক জোট বলা যাবে না। বরং এটি একটি আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখার কূটনৈতিক হিসাব।