নাটোরে মাদক বিরোধী অভিযানের জেরে প্রতিবেশীর বাড়িতে হামলা ও চাঁদাবাজি
নিজস্ব প্রতিবেদক : নাটোর সদর থানার ৬ নং কাফুরিয়া ইউনিয়নের পীরগঞ্জ বুড়ির বটতালা গ্রামের মাদক ব্যবসায়ী নাছির উদ্দিনের বাড়িতে সেনাবাহিনীর অভিযানকে কেন্দ্র করে প্রতিবেশী রাকিব হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে মাদক কারবারিরা। রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় রাকিব ও তার স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলেন না। হামলার পর থেকে স্ত্রী-সন্তান নিয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছেন। হামলার সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। এর আগে নাছির উদ্দিনসহ ৪ থেকে ৫ জন মাদক ব্যবসায়ী রাকিবের কাছে চাঁদা দাবি করেও বলে ভুক্তভোগী।
জানা গেছে, রাকিবের মা এলাকায় মাদক ব্যবসার অভিযোগে বাড়িতে রাগারাগি করায় তিনি স্ত্রী-সন্তান নিয়ে নানা শশুরের বাড়িতে বসবাস করছিলেন। গত শনিবার ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান চলে, যা মাদক ব্যবসায়ীদের ক্ষুব্ধ করেছে। তারা অভিযোগ করে, রাকিব সেনাবাহিনীকে দিয়ে মাদকবিরোধী অভিযান করিয়েছে।
এ অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে নাছির উদ্দিন ও অজ্ঞাত ৪-৫ জন মাদক ব্যবসায়ী তার বাড়িতে হামলা চালায়।
হামলার সময় বাড়িতে না থাকার পরও নাছির তাকে হুমকি দেয়, মাদক দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য মারধোর করবে বলে।
রাকিব জানান, “আমার মায়ের মাদক ব্যবসার কারণে বাড়ি ছেড়ে নানা শশুরের দেয়া জমিতে ছোট একটি বাড়ি করে বসবাস করছি। গত আগস্ট থেকে নাছির আমাকে বিভিন্ন মাধ্যমে চাঁদা দাবি করছে এবং দিতে অস্বীকার করলে হুমকি দিচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা করানোর ভয় দেখায়। প্রশাসনের কাছে তারা আমাকে মাদক ব্যবসায়ী হিসেবে দুষছে, অথচ আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমি বাধ্য হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছি।”
নাছির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। রাকিব এলাকায় মাদক ব্যবসা করছে, তাই আমরা হেনস্তার শিকার হচ্ছি। তার বিরুদ্ধে মাদক মামলা হবে।”
নাটোর সদর থানার ওসি বলেন, “অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”