ব্যাংকিং স্থিতিশীলতায় ব্যাংকারদের করণীয় নিয়ে আলোচনা

টুইট ডেস্ক: ব্যাংক ও আর্থিক খাতে অস্থিরতা কাটিয়ে উঠতে করণীয় নির্ধারণে শ‌নিবার (৫ জুলাই) একটি মতবিনিময় সভার আয়োজন করেছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)।

রাজধানীতে অনুষ্ঠিত এই সভায় ব্যাংক কর্মকর্তাগণ ও বিডব্লিউএবি সদস্যরা উপস্থিত থেকে বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে মত প্রকাশ করেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তারল্য সংকট এবং গ্রাহক আস্থার ঘাটতি দেখা দেয়। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বাস্তবভিত্তিক পদক্ষেপে ব্যাংকিং খাতে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। যদিও এখনও কিছু প্রতিষ্ঠান চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

সভায় সভাপতির বক্তব্যে বিডব্লিউএবি’র প্রেসিডেন্ট কাজী মোঃ শফিকুর রহমান (প্রাক্তন এমডি ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক) ব্যাংকারদের জন্য সাতটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন;

১. বাংলাদেশ ব্যাংক ও নিজ প্রতিষ্ঠানের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা।
২. অনাদায়ী ঋণ আদায়ে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করা।
৩. নতুন ডিপোজিট সংগ্রহে ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ।
৪. গ্রাহক সেবার মান উন্নয়নের মাধ্যমে আস্থা বৃদ্ধিতে কাজ করা।
৫. ঋণ অনুমোদনে শর্তাবলির যথাযথ পরিপালন নিশ্চিত করা।
৬. প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে সবস্তরের সহযোগিতা নিশ্চিত করা ও ব্যাহতকারী কাজ এড়িয়ে চলা।
৭. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সদয় দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ।

সভাটি ব্যাংকিং খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।