বান্দরবানে গোলাগুলিতে আহত কুকি-চিন নেতা স্যাংমিন বম মিয়ানমারে!
টুইট ডেস্ক: বান্দরবানের পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত কুখ্যাত কুকি-চিন নেতা স্যাংমিন বম, যিনি ‘হেড হান্টার টিম’-এর প্রতিষ্ঠাতা এবং ‘পুতিন’ নামে পরিচিত, সীমান্ত পেরিয়ে মিয়ানমারে পালিয়ে গেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দু’দিন আগে বান্দরবানের পাহাড়ে সেনাবাহিনীর একটি অভিযানে তিনি গুলিবিদ্ধ হন। পরে নিরাপত্তা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের কারেন রাজ্যে আশ্রয় নেন এবং বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন।
স্যাংমিন বম কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (KNF)-এর একজন মূল নেতা হিসেবে পরিচিত এবং ‘হেড হান্টার টিম’ নামে পরিচিত একটি সশস্ত্র সন্ত্রাসী দলের প্রতিষ্ঠাতা। সাম্প্রতিক সময়ে পাহাড়ে নানা নাশকতা ও অস্ত্র-চোরাচালান ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, বান্দরবানের ওই অঞ্চলে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। তবে স্যাংমিন বমের মিয়ানমারে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয়রা বলছেন, এই ঘটনার পর পার্বত্য অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাঁরা চান, সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হোক এবং স্যাংমিন বমসহ সব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
এদিকে KNF ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি নজরদারি ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।