ব্রাহ্মণবাড়িয়ায় ৮৭ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

টুইট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ৬টার দি‌কে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৭ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় আশরাফুল (২১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজায় অবস্থান নেয় পুলিশের একটি চৌকস দল। সন্দেহভাজন একটি পিকআপ তল্লাশির সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক ও পিকআপ গাড়িটি উপস্থিত সাক্ষীদের সামনে তালিকাভুক্তভাবে জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।