রাজশাহীতে সাংবাদিক জুলুসহ ৩ জন গ্রেপ্তার

টুইট ডেস্ক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় সংঘটিত এক সংঘবদ্ধ হামলা, ছিনতাই ও গুলির ঘটনায় ১৫ মামলার আসামি ও সাংবাদিক মো. নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে রয়েছেন নজরুলের ছেলে মো. নাজমুল ইসলাম জিম এবং সহযোগী মো. মনা ইসলাম।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম জুলু (৫১) বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা, পিতা মো. নজির শেখ। তার ছেলে জিম (২৭) এবং সহযোগী মনা ইসলাম (২৮), পিতা মো. আনসার আলী, একই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ১ জুলাই ২০২৫ তারিখ বিকেল ৫টায় রামচন্দ্রপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক আপস মীমাংসার বৈঠকে সিয়াম ইসলাম নামের এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা চালায় আসামিরা। তারা প্রথমে তাকে গলা চেপে ধরে, পরে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর সিয়ামের কপালে পিস্তল ঠেকিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং তার নিকট থেকে নগদ ২,৪০০ টাকা ও ৫ হাজার টাকা মূল্যের রূপার চেইন ছিনিয়ে নেয়। সিয়াম পালানোর চেষ্টা করলে তারা তার দিকে গুলি ছোড়ে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করে।

পরবর্তীতে সিয়াম বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ জুলাই রাত সাড়ে ১০টার দি‌কে টিকাপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার ক‌রে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অবৈধ অস্ত্র বহন, জুয়া, ধর্ষণ এবং নানা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। সাংবাদিক জুলুর নামে রয়েছে ১৫টি মামলা, ছেলে জিমের নামে ২টি এবং মনার নামে ৭টি মামলা।

জুলু স্থানীয়ভাবে এক প্রভাবশালী অপরাধী হিসেবে পরিচিত এবং তার নেতৃত্বে রাজশাহী প্রেসক্লাব দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে, ব‌লে পু‌লিশ দাবি ক‌রে‌ছে। ত‌বে তার প‌রিবার হ‌তে এসব সড়যন্ত্র ব‌লে দাবী করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি মিডিয়া)