৬০০ দিন গাজার পক্ষে একক প্রতিবাদ
৬০০ দিনের বেশি সময় ধরে গাজা গণহত্যার বিরুদ্ধে একক প্রতিবাদ, আল জাজিরাকে জানালেন জাপানি কর্মী ইউসুকে
সংবাদ প্রতিবেদন: গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান দমন-পীড়নের প্রতিবাদে ৬০০ দিনের বেশি সময় ধরে একাই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন জাপানের মানবাধিকারকর্মী ইউসুকে ফুরুসাওয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি আল জাজিরাকে জানিয়েছেন, কীভাবে এই সংগ্রাম তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে চলেছে।
ইউসুকে জানান, “আমি এখানে কোনো ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের জন্য দাঁড়াইনি। আমি দাঁড়িয়েছি মানবতার পক্ষে। গাজায় যা হচ্ছে, তা সহ্য করা যায় না।”
তিনি বলেন, শিশুদের ওপর বোমাবর্ষণ, হাসপাতাল ধ্বংস, খাবার ও ওষুধের ঘাটতি—সবকিছু মিলে এটি একটি স্পষ্ট গণহত্যা। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই নীরব, যা আরও ভীতিকর।
২০২৩ সালের শেষ দিকে টোকিওর ব্যস্ততম এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে তিনি প্রথম দাঁড়ান। এরপর থেকে প্রতিদিনই তিনি সেখানে উপস্থিত থেকেছেন, হাতে ‘Stop Genocide in Gaza’ বা ‘Ceasefire Now’ লেখা পোস্টার নিয়ে। অনেক সময় বৃষ্টি বা তুষারপাতেও তিনি পিছু হটেননি।
আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে, ইউসুকে কোনো রাজনৈতিক দলের সদস্য নন। তিনি একেবারেই একক উদ্যোগে প্রতিবাদ করছেন।
তাঁর এই প্রতিবাদ দেখে অনেকেই উৎসাহিত হয়েছেন এবং ধীরে ধীরে কিছু মানুষ তাঁর পাশে দাঁড়ানো শুরু করেছে।
ইউসুকে বলেন, “আমি যদি এক জন হয়েও অন্যের বিবেক জাগাতে পারি, সেটাই আমার সফলতা।”
বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন ইস্যুতে প্রতিবাদ ও সংহতির আন্দোলন দমন করা হচ্ছে, তখন ইউসুকে ফুরুসাওয়ার মতো মানুষ মানবতা ও ন্যায়ের পক্ষে সাহসী বার্তা দিচ্ছেন।