ভক্তদের জন্য চমক: বিটিএসের নতুন অ্যালবাম আসছে

টুইট ডেস্ক: বিটিএস ভক্তদের জন্য দারুণ খবর! বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের বসন্তে আসছে তাদের নতুন পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম। শুধু তাই নয়, অ্যালবামের সঙ্গেই শুরু হবে বহু প্রতীক্ষিত বিশ্ব সফর (ওয়ার্ল্ড ট্যুর)।

সাম্প্রতিক এক লাইভস্ট্রিমে সেনা দায়িত্ব শেষ করে প্রথমবারের মতো একসঙ্গে হাজির হন ব্যান্ডের সাত সদস্য—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক। এ সময় তারা জানান, জুলাই থেকেই নতুন গানের কাজ শুরু করছেন।

ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, “এই অ্যালবামটি আমাদের প্রত্যেকের ভাবনা ও অনুভূতির প্রতিফলন হবে। আমরা ঠিক সেই মনোভাব নিয়ে কাজ করছি, যেমনটা শুরুতে করেছিলাম।”

২০২২ সালে ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ ট্যুরের পর এটিই হতে যাচ্ছে বিটিএসের প্রথম ওয়ার্ল্ড ট্যুর। আর ২০২০ সালের পর এই প্রথম নতুন পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম প্রকাশ পাচ্ছে।

বিটিএস জানায়, “ভক্তদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আমরা তাদের সঙ্গে আবারও দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি।”