জাপানে বোয়িং ৭৩৭-এ যান্ত্রিক ত্রুটি: শেষ বার্তা লিখলেন আতঙ্কিত যাত্রীরা

টুইট ডেস্ক: জাপানে মাঝ আকাশে একটি বোয়িং ৭৩৭ বিমান হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির শিকার হলে ভয়াবহ আতঙ্কে পড়েন যাত্রীরা। অক্সিজেনের ঘাটতিতে সক্রিয় হয় জরুরি সুরক্ষা ব্যবস্থা, খুলে পড়ে অক্সিজেন মাস্ক, এবং যাত্রীরা অনেকেই কেঁদে ফেলেন, কেউ কেউ পরিবারের উদ্দেশ্যে শেষ লেখা লিখে রাখেন।

ঘটনাটি ঘটেছে ৩০ জুন (সোমবার) সন্ধ্যায়, জাপান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান স্প্রিং জাপানের ফ্লাইট জেএল৮৬৯৬/আইজে০০৪ চীনের সাংহাই পুডং বিমানবন্দর থেকে টোকিওর নারিতা বিমানবন্দরে যাওয়ার পথে। বিমানে তখন ১৯১ জন যাত্রী ও ক্রু ছিলেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে বিমানের প্রেসারাইজেশন সিস্টেমে সমস্যা দেখা দিলে মাত্র ১০ মিনিটের মধ্যে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসে ১০ হাজার ৫০০ ফুটে।

এক যাত্রী জানান, “একটা শব্দের পরপরই অক্সিজেন মাস্ক নেমে আসে, বিমানবালা চিৎকার করে বলছিলেন, মাস্ক পরুন!”
আরেকজন বলেন, “ভেবেছিলাম বাঁচব না, ইনস্যুরেন্স আর ব্যাংক কার্ডের পিন লিখে ফেলি পরিবারের জন্য।”

পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করান জাপানের ওসাকা কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে, রাত ৮টা ৫০ মিনিটে। কেউ আহত না হলেও আতঙ্কের রেশ রয়ে যায় দীর্ঘক্ষণ।

বিমানটির যান্ত্রিক ত্রুটি কীভাবে ঘটল, তা তদন্তে নেমেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। ইতোমধ্যে যাত্রীদের জন্য ১৫ হাজার ইয়েন (প্রায় ৯৩ ডলার) ক্ষতিপূরণ এবং এক রাতের হোটেল ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি জাপান এয়ারলাইন্স বা পরিবহন মন্ত্রণালয়।
ঘটনাটি আবারও স্মরণ করিয়ে দিয়েছে—মাঝ আকাশে প্রতিটি সেকেন্ড কতটা মূল্যবান।