চীনা প্রভাব ঠেকাতে কোয়াড সক্রিয়: মার্কো রুবিও
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি-নিরাপত্তা নিশ্চিতে কোয়াড বৈঠকে আলোচনা
টুইট ডেস্ক: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার (কোয়াড) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেন, “কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। ইন্দো-প্যাসিফিকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের সম্মিলিত কাজ নিয়ে আলোচনা করেছি।”
এই বৈঠককে কূটনৈতিক বিশ্লেষকরা চীনের আঞ্চলিক প্রভাব মোকাবেলার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। আলোচনা হয় সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও।
তবে জোটের ভেতর কিছু জটিলতাও স্পষ্ট হচ্ছে। জাপান যুক্তরাষ্ট্রের বাড়তি প্রতিরক্ষা ব্যয়ের কারণে পূর্বনির্ধারিত একটি বার্ষিক বৈঠক স্থগিত করেছে। ভারত অসন্তোষ জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাশ্মীর বিষয়ে সাম্প্রতিক মন্তব্য নিয়ে। অস্ট্রেলিয়াও ওয়াশিংটনের একতরফা নীতিতে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে পারমাণবিক সাবমেরিন প্রকল্প ‘আকুস’ নিয়ে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক শুল্কনীতি, কূটনৈতিক শূন্যপদ এবং অগোছালো কৌশল কোয়াডের সম্মিলিত অগ্রগতিতে প্রভাব ফেলছে। তবু, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য রুখতে কোয়াডের একজোট প্রয়াস চলমান রয়েছে।