এসএমই খাতে প্রযুক্তি ও অর্থায়নে এগিয়ে আসার আহ্বান অর্থ উপদেষ্টার

ড. সালেহউদ্দিন আহমেদ

টুইট ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে প্রযুক্তির ব্যবহার ও অর্থায়ন বাড়াতে ব্যাংকার ও নীতিনির্ধারকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এসএমই উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পেতে নানা ভোগান্তির শিকার হন, অথচ তাদের ঋণ পরিশোধের হার সন্তোষজনক।

বুধবার (২ জুলাই) ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এসএমই খাতে অর্থায়নের বড় সমস্যা রয়েছে। ব্যাংক ও নীতিনির্ধারকদের দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।”

ড. সালেহউদ্দিন এসএমই খাতের ডেটাবেজ দ্রুত ডিজিটালাইজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হার্ডকপি দিয়ে হবে না, ডিজিটাল ডেটাবেজ গঠন জরুরি। কারণ শিল্প ও বাণিজ্যে এসএমই শক্তিশালী হলে, তা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে এসএমই খাতে ইতিবাচক সংবাদ প্রচারের স্বীকৃতিস্বরূপ ১০টি ক্যাটাগরিতে ২০ জন সাংবাদিককে পুরস্কৃত করেন অর্থ উপদেষ্টা।