এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
টুইট ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ দেওয়া, কর কমিয়ে দেওয়া ও ব্যবসায়ী হয়রানির অভিযোগ উঠেছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানান, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই এই অনুসন্ধান শুরু হয়েছে।
যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তারা হলেন, এনবিআরের সদস্য লুতফুল আজীম, যুগ্ম কমিশনার তারেক হাছান, বৃহৎ করদাতা ইউনিটের অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, সিআইসি বিভাগের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, কর অঞ্চল-১৬-এর উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ঘুষের বিনিময়ে কর কমিয়ে দিয়ে সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে। আবার কোথাও ঘুষ না পেয়ে, মিথ্যা মামলায় ব্যবসায়ীদের হয়রানি করা হয়েছে বলেও তথ্য পেয়েছে দুদক।
সূত্র জানায়, সাম্প্রতিক আন্দোলন প্রত্যাহারের পর কর্মকর্তারা কাজে যোগ দিলেও দুদকের অনুসন্ধান নিয়ে চরম আতঙ্কে রয়েছেন।
দুদক বলছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।