খালেদা রাষ্ট্রপতি? পিনাকীর আহ্বানে তোলপাড়

খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব, পিনাকীর পোস্ট ঘিরে আলোড়ন

টুইট ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশ’-এর রাষ্ট্রপতি হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।

পিনাকীর ফেসবুক পোস্টে সরব বক্তব্য

২০২৫ সালের ৩০ জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকী লিখেছেন, “নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।”

এই পোস্টের কিছুক্ষণ আগেই আরেকটি পোস্টে তিনি লেখেন, “চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।”

ইউটিউব ভিডিওতেও স্পষ্ট বার্তা

পিনাকী তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য একজনই আছেন সবচেয়ে যোগ্য—বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি শিখিয়েছেন মাথা উঁচু করে লড়াই করতে। তিনি আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন।”

তিনি আরও বলেন, “যিনি বলেছিলেন—‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজ হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি।”

রাষ্ট্রীয় অভিভাবক হিসেবে খালেদা-ইউনূস

ভিডিওতে তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া এবং প্রফেসর মুহাম্মদ ইউনূস মিলে নতুন বাংলাদেশের অভিভাবক হবেন। আমাদের প্রজন্মকে তারা ইতিহাসের নতুন সূচনায় পৌঁছে দেবেন। সংসদ সদস্যরা যেন বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়েন—এটাই আমরা চাই।”

রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া

পিনাকীর এ ধরনের খোলামেলা আহ্বানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে রাজনৈতিক বাস্তবতার বাইরে কল্পনা বললেও, অন্যরা এটিকে বেগম জিয়ার অবদানের স্বীকৃতি দাবি হিসেবে দেখছেন।

এখন পর্যন্ত বিএনপি বা সরকারপক্ষের পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খালেদা জিয়ার বর্তমান অবস্থা

বর্তমানে বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় গুলশানের বাসভবনে অবস্থান করছেন এবং আদালতের রায়ের পর সরকারি নির্বাহী আদেশে সাজা স্থগিত থাকায় তিনি মুক্ত আছেন, কিন্তু রাজনীতি বা নির্বাচন কার্যক্রমে সরাসরি অংশ নিতে পারছেন না।