আজ থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে বাধ্যতামূলক
আজ থেকে অনলাইনে সনদ জমা বাধ্যতামূলক
টুইট ডেস্ক: আজ ১ জুলাই (মঙ্গলবার) থেকে আমদানি ও রপ্তানির পণ্যের ছাড়পত্র অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে ম্যানুয়াল বা কাগজে ইস্যু করা কোনো ছাড়পত্র গ্রহণযোগ্য হবে না।
এ সিদ্ধান্তের ফলে দেশের ১৯টি নিয়ন্ত্রক সংস্থার (Regulatory Authorities) ইস্যু করা সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) অনলাইনে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) প্ল্যাটফর্মে জমা দিতে হবে।
BSW ইনপুট ছাড়া কোনো আমদানি-রপ্তানির আবেদন গৃহীত হবে না।
কী এই বিএসডব্লিউ?
বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (BSW) হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমদানিকারক ও রপ্তানিকারকরা প্রয়োজনীয় CLP অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করতে পারবেন।
এই সেবাটি ব্যবহার করতে হলে আগে বিন নম্বর (BIN) ব্যবহার করে BSW-তে নিবন্ধন করতে হবে।
ব্যবসায়ী ও অংশীজনদের প্রতি আহ্বান
এনবিআর এর পক্ষ থেকে ব্যবসায়ী, শুল্ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, যাতে বিএসডব্লিউ সিস্টেমের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা যায়।
কোন কোন সংস্থার সনদ এখন BSW-তে বাধ্যতামূলক?
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ১৯টি নিয়ন্ত্রক সংস্থার CLP এখন থেকে BSW-তে অনলাইনে জমা দিতে হবে-বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, উদ্ভিদ সংরক্ষণ অধিদপ্তর (DPPQ), পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC), ওষুধ প্রশাসন অধিদপ্তর (DGDA), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC), বাংলাদেশ ব্যাংক, শিল্প ও প্রযুক্তি গবেষণা পরিষদ (BCSIR), বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA), পেট্রোবাংলা ও বিদ্যুৎ বিভাগ, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (BIWTC), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিবেশ অধিদপ্তর (DoE), বাংলাদেশ পুলিশ, কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI), প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
এ তালিকায় ভবিষ্যতে আরও সংস্থা যুক্ত হতে পারে।