ইরানের শীর্ষ আইআরজিসি জেনারেল কানি জীবিত, ইসরাইলকে ধোকা

টুইট ডেস্ক: ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরসের (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি জীবিত আছেন। সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে তাকে সুস্থ অবস্থায় দেখা গেছে। যদিও জেনারেল কানিকে হত্যার দাবি করেছিল ইসরাইল।

সম্প্রতি তেহরানে একটি জনসমাবেশে তাকে সরাসরি উপস্থিত থাকতে দেখা গেছে। এসময় তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে, যার মধ্যে হুতি গোষ্ঠীর মালিকানাধীন আল মাসিরাহ টিভিও ছিল।

বুধবার (২৫ জুন) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু।

এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ইসরায়েলের হামলায় কানি নিহত হয়েছেন। তবে তার প্রকাশ্য উপস্থিতির মধ্য দিয়ে সে গুজব পুরোপুরি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানে উপস্থিত জনতার মধ্যে কানি আছেন।

সামাজিকমাধ্যম এক্সে তাসনিম বার্তা সংস্থা জানায়, ‘অপারেশন ডিভাইন ভিক্টরির পর তেহরানের জনগণের আজকের সমাবেশে কমান্ডার কানি যোগ দিয়েছেন।’

এছাড়া রাষ্ট্র পরিচালিত প্রেস টিভিও ভিডিওটি প্রকাশ করে বলেছে, ‘ইহুদি (ইসরাইলি) শাসনের বিরুদ্ধে বিজয় উদযাপনের সময় তেহরানে উল্লসিত জনতা আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এই মাসের শুরুতে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরাইলি হামলায় নিহত ইরানি সামরিক নেতাদের মধ্যে কানিও ছিলেন।

২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুর পর ইসমাইল কানি দায়িত্ব গ্রহণ করেন। তার এই উপস্থিতি ইঙ্গিত দেয়, আইআরজিসির কমান্ড কাঠামো এখনও অটুট রয়েছে।

১৩ জুন থেকে ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে, যার মধ্যে সামরিক ও পারমাণবিক স্থাপনাও রয়েছে। তারা অভিযোগ করে যে তেহরান পারমাণবিক বোমা তৈরির পথে রয়েছে, যদিও ইরান এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে।