সাবেক সিইসিকে লাঞ্ছনা: সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে জনতার হাতে লাঞ্ছিত করার ঘটনায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মো. হানিফ নামের একজনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২২ জুন সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড-১/এ এর একটি বাসার সামনে কেএম নুরুল হুদাকে ঘিরে ধরে ৬-৭ জনের একটি দল। তারা তার গলায় জুতার মালা পরিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

সাবেক সিইসির বিরুদ্ধে মামলা থাকায় বিষয়টি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উত্তরা পশ্চিম থানাকে অবহিত করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিলম্ব করে, যার ফলে পুলিশের সামনেই লাঞ্ছনার ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি পুলিশের হেফাজতে হস্তান্তর করে।

ঘটনাটি সেনাবাহিনীর সংশ্লিষ্ট ক্যাম্পের নজরে এলে তারা দ্রুত অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৩ জুন অভিযুক্ত মো. হানিফকে আটক করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মব ভায়োলেন্সে জড়িতদের চিহ্নিত করে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযান অব্যাহত থাকবে।