রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন
টুইট ডেস্ক : রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্যে মতে, ঘটনাটি বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে ঘটে।
খবর পেলে ২টা ৪২ মিনিটে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ প্রটেকশনে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। ঘটনার কারণ এবং যাত্রীবাহীদের কোনও জখম হওয়ার খবর পাওয়া যায়নি।