গাজীপুরে রেলে নাশকতা, দুইটি তদন্ত কমিটি গঠন

ছবি সংগৃহীত

টুইট ডেস্ক : গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতির ঘটনার পর, বাংলাদেশ রেল ও জেলা প্রশাসন দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান নেতৃত্বে একটি ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যা প্রাথমিকভাবে নাশকতার প্রশ্নে ঘটনাটি পরীক্ষা করবে।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান।

অপরদিকে, তদন্ত করার জন্য আরও একটি কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ হতে। তিন দিনে কমিটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রতিবেদনের আগে তথ্য সংগ্রহ করবে এবং আবশ্যিক পদক্ষেপ নেবে যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতে না পারে।

শিডিউল বাতিল ৩ ট্রেনের

রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মোশারেফ হোসেন ভূঁইয়া জানান, প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত তিনটি ট্রেন বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া কমিউটার ট্রেনে পরিচালনাকারী কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে যাত্রা বাতিল করা হয়েছে।