ট্রাফিক পুলিশকে লাথি মেরে নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার অভিযোগে রানী (৪৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার গণকপাড়া এলাকায় হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। তবে রানী মানসিকভাবে অসুস্থ।

বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবির জানান, গণকপাড়া এলাকায় হোটেল রহমানিয়ার সামনে ট্রাফিক কনস্টেবল মো. বজলুর রহমান দায়িত্ব পালন করছিলেন। ট্রাফিক সার্জেন্ট সাবিহা খাতুনের নেতৃত্বে ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি চলছিল। এসময় রিকশায় চড়ে রানী ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন।

তবে ট্রাফিক কনস্টেবল বজলু তাকে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই নারী বজলুর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রানী রিকশা থেকে নেমে ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ রানীকে ধরে নিয়ে যায়।

ওসি আরও জানান, ওই নারীর পরিবার দাবি করছে রানী মানসিকভাবে অসুস্থ। সে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার পরিবারের এমন দাবির প্রেক্ষিতে চিকিৎসাপত্র আনতে বলা হয়েছে।