পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলেছে
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন অভিযানে একাধিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৫ মে) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টার এ অভিযান চালায় দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম।
অভিযানের শুরুতে সকাল ৮টার দিকে দুদকের কর্মকর্তারা সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতাল এলাকায় প্রবেশ করে তথ্য সংগ্রহ করেন। পরে তারা হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, প্যাথলজি, ওয়ার্ড এবং ওষুধের স্টোররুমসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সরাসরি অনিয়মের প্রমাণ সংগ্রহ করেন।
দুদকের পর্যবেক্ষণে উঠে আসে—কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার, নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়, রসিদ ছাড়া পরীক্ষার ফি নেওয়া, রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো, এবং লোডশেডিংকালে জেনারেটর বন্ধ রাখার মতো নানা অনিয়ম ও গাফিলতি।
দুদকের সহকারী পরিচালক আমির হোসেন জানান, দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন অনিয়মের সত্যতা মিলেছে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আরএমও অনুপস্থিত ছিলেন, তবে তাদের প্রতিনিধির উপস্থিতিতে তথ্য যাচাই করা হয়।
দুদকের উপ-পরিচালক বোরহান উদ্দিন জানান, অভিযানে ছদ্মবেশে গিয়ে নানা অনিয়ম সরেজমিনে ধরা পড়েছে। এমনকি অতিরিক্ত অর্থ আদায়ের সময় হাতেনাতে ধরা হয়েছে কিছু ঘটনা। এসব তথ্য কমিশনে জমা দেওয়া হবে এবং পরবর্তী ব্যবস্থা কমিশন নেবে।