রাজশাহীতে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে রোববার (২৫ মে) সকালে তিনদিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বর্ণাঢ্য র্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ভূমি অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভূমি সচেতনতা বৃদ্ধি ও কর প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে নামজারির বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করে বলেন, “নিজের নামে যদি একটি জমি থাকে, সেটার একটি বৈধ কাগজ থাকবে, যেটিকে বলা হয় খতিয়ান বা পর্চা। এতে নাম অন্তর্ভুক্তির মাধ্যমেই নামজারি সম্পন্ন হয়।” তিনি আরও বলেন, “ভূমি উন্নয়ন কর অনলাইনে, ভূমি অফিসে সরাসরি, এমনকি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ঘরে বসেই পরিশোধ করা যায়।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, ড. চিত্রলেখা নাজনীন ও উপ-ভূমি সংস্কার কমিশনার মোছা. তাছলিমা খাতুন।
মেলায় ভূমি কর বিষয়ক ৮টি তথ্য ও সেবাবুথ স্থাপন করা হয়। এছাড়াও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮ জনকে প্রায় ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগে ভূমি সেবা সহজীকরণের অংশ হিসেবে আগামী ১ জুন ২০২৫ থেকে ২১টি নাগরিক ভূমি সেবা কেন্দ্র চালু করা হবে।