২২ মিনিটেই পাকিস্তানের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি প্রধানমন্ত্রীর
মোদির হুঙ্কার: “সিঁদুর যখন বারুদ হয়” — ২২ মিনিটেই পাকিস্তানে ৯ ঘাঁটি ধ্বংস, দাবি প্রধানমন্ত্রীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের বিকানেরে এক নির্বাচনী জনসভায় পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের কথা প্রকাশ করেন। তিনি জানান, ২২ এপ্রিলের একটি হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনী মাত্র ২২ মিনিটে পাকিস্তানে সন্ত্রাসীদের ৯টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে।
মোদি এই অভিযানের নাম দেন ‘অপারেশন সিঁদুর’। নিজের সরকারের কড়া নিরাপত্তানীতি তুলে ধরে তিনি বলেন, “বিশ্ব ও দেশের শত্রুরা এবার দেখেছে, যখন সিঁদুর বারুদের রূপ নেয়, তখন কী ঘটে। আমার শরীরে রক্ত নয়, শিরায় সিঁদুর ফুটছে।”
তিনি আরও বলেন, “ওই গুলির আঘাত ১৪০ কোটি ভারতবাসীকে ক্ষতবিক্ষত করেছিল। তাই প্রতিশোধ সরাসরি সন্ত্রাসবাদের মূল কেন্দ্রে। সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আর তারাই পাকিস্তানকে নতজানু করতে বাধ্য করেছে।”
এদিনের জনসভায় মোদি ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর আওতায় পুনর্নির্মিত রাজস্থানের দেশনোক রেলস্টেশনের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি বিকানের-মুম্বাই এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী দেশনোকের একটি স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং করণী মাতা মন্দিরে প্রার্থনায় অংশ নেন।
এই বক্তব্যের মাধ্যমে মোদি একদিকে জাতীয় নিরাপত্তার বার্তা দিয়েছেন, অপরদিকে নির্বাচনী প্রচারে জোরদার হুঙ্কার ছুঁড়ে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে।