গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা পাকিস্তানের
বিশ্ব ডেস্ক: গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান কড়া প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে দেশটি ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে “গণহত্যামূলক অভিযান” আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
পাকিস্তান জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযানের সম্প্রসারণ, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উদ্দেশ্যমূলক ধ্বংস এবং গণ-উচ্ছেদের নির্দেশ এক বিপর্যয়কর মানবিক সংকট সৃষ্টি করেছে।
এ অবস্থাকে আন্তর্জাতিক মানবাধিকার ও আইনবিরোধী উল্লেখ করে পাকিস্তান ইসরায়েলকে দায়িত্বে নেয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা বন্ধ করে দেয়ার ফলে গাজায় কয়েক মিলিয়ন মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতিমধ্যে সতর্ক করেছেন, গাজার প্রতি পাঁচজন মানুষের একজন অনাহারে দিন কাটাচ্ছেন এবং গোটা অঞ্চল তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি।
পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়, যেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং গাজায় দ্রুত মানবিক সাহায্য সরবরাহ নিশ্চিত হয়। একইসঙ্গে পাকিস্তান ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারে অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে।
দেশটি ১৯৬৭-পূর্ব সীমান্তের ভিত্তিতে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন, সংহত ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
সূত্র: পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়