জামিন পেলেন নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকার একটি আদালত চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এর আগের দিন, সোমবার, তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে জামিন দেন। গত ১৮ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক জানিয়েছেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলাটি ৩ মে আদালতের নির্দেশে নথিভুক্ত করা হয়।

গত ২৭ মার্চ ঢাকার একটি আদালতে এনামুল হক নামে এক ব্যক্তি একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি ২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময় একটি হত্যার ঘটনার অভিযোগে ২৬৫ জনকে অভিযুক্ত করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন জনপ্রিয় অভিনয়শিল্পীসহ আরও বহু ব্যক্তি।

আসামি করা ১৭ তারকার মধ্যে রয়েছেন—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সায়মন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী, তারিন জাহান।

মামলায় অভিযোগ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় এই তারকারা সরকারি দল আওয়ামী লীগকে আর্থিক ও প্রচারমূলক সহায়তা দিয়ে গণবিক্ষোভ দমন ও সহিংসতায় অংশ নিয়েছেন।

এই মামলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে চরম বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন, আবার কেউ কেউ বলছেন, গণআন্দোলনের সময়কার ঘটনাগুলোর প্রকৃত তদন্ত ও বিচার প্রয়োজন।

এদিকে, জামিন পাওয়ার পর নুসরাত ফারিয়া আইনজীবীর মাধ্যমে সাংবাদিকদের জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিজেকে নির্দোষ মনে করেন।

এ মামলার অন্যান্য তারকাদের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।